জোরপূর্বক ১৬ তরুণ-তরুণীর বিয়ের ঘটনায় মামলা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:১৩


সিলেটের দক্ষিণ সুরমার সিলামের রিজেন্ট পার্ক রিসোর্টে চাঁদা না পেয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে মোগলাবাজার থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত তিন শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডবিধির ১৪৪, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৭৯ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দুপুরে সিলামের রিজেন্ট পার্ক রিসোর্টে স্থানীয় কিছু ব্যক্তি চাঁদা না পেয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তোলে। পরে তারা রিসোর্টে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়।
হামলার সময় রিসোর্টে অবস্থান করছিলেন ১৬ জন তরুণ-তরুণী। তাদের মধ্যে ৮ জনকে স্থানীয়রা অভিভাবকদের উপস্থিতিতে কাজি ডেকে বিয়ে দেন। অন্য তরুণ-তরুণীদের অভিভাবকদের জিম্মায় সামাজিকভাবে বিয়ে আয়োজনের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
হামলা ও বিয়ের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।