ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫, ১৭:০৬

জাগরণীয়া ডেস্ক

ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরুতে বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে ক্ষোভে ফুঁসে উঠেছে বাংলাদেশ। এ ঘটনার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  

শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে বলে জানিয়েছে সংগঠনটি।  

এর আগে, শুক্রবার বেঙ্গালুরুর রামমূর্তি এলাকার কালকেরে লেকের পাশে ২৮ বছর বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় পুলিশ জানায়, ওই নারীকে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে।  

জানা যায়, নিহত নারী ছয় বছর ধরে বেঙ্গালুরুতে বসবাস করছিলেন। তার কোনো বৈধ কাগজপত্র ছিল না। তবে তার স্বামী বৈধ পাসপোর্টধারী এবং মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। তিন সন্তানসহ তারা উত্তর বেঙ্গালুরুতে বসবাস করতেন। নিহত নারী স্থানীয় একটি অ্যাপার্টমেন্টে গৃহকর্মীর কাজ করতেন।  

ঘটনার দিন বৃহস্পতিবার সন্ধ্যায়, ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন যে কিছু ব্যক্তিগত কাজ থাকায় তার বাড়ি ফিরতে দেরি হতে পারে। সহকর্মীকে তিনি একা চলে যেতে বলেন। তবে রাতে তিনি বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় অভিযোগ দায়ের করেন।  

শুক্রবার সকালে পুলিশ কালকেরে লেকের পাশে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। স্থানীয় তদন্তকারীরা ধারণা করছেন, ওই নারী কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে স্বেচ্ছায় নির্জন স্থানে গিয়েছিলেন।  

পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ দেবরাজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ফরেনসিক বিশেষজ্ঞ ও কুকুর স্কোয়াড নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছেন।  

এদিকে, ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। সংগঠনটি জানায়, নারীর প্রতি সহিংসতা রোধে আন্তর্জাতিকভাবে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাবে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত