চট্টগ্রামে রিনা হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩, ১৪:৫১

জাগরনীয়া ডেস্ক

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে মো. সাখাওয়াত হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।  

শুক্রবার (২৮ এপ্রিল) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দূর্গম সীমান্তবর্তী এলাকা কালিকাবর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাখাওয়াত ময়মনসিংহ গৌরীপুর উপজেলার মুচডেঙ্গা এলাকার মো. মকবুল হোসেনের ছেলে। তবে তিনি স্ত্রীকে নিয়ে বন্দর থানার কলসী দীঘি সড়কে ভাড়া বাসায় থাকতেন।

র‍্যাব জানায়, গত ২৫ এপ্রিল বন্দর থানার কলসী দীঘি সড়কের হাজি মাহমুদ মিয়া কলোনির একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে রিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার পুলিশ। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী সাখাওয়াত হোসেন পলাতক ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হয় ভিকটিমের স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাসার ভেতরে রেখে পালিয়ে গেছে। 

এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনকে একমাত্র আসামি করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র‍্যাব হত্যা মামলার আসামিকে গ্রেপ্তারে নজরদারি রাখে। একপর্যায়ে শুক্রবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাগরণীয়া.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত