সিলেটে মা-মেয়েসহ তিনজনের মৃতদেহ উদ্ধার
প্রকাশ | ১৬ জুন ২০২১, ১১:৫০
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার ফতেহপুরের একটি চা বাগান এলাকায় একই পরিবারের তিনজনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে একজনকে।
বুধবার (১৬ জুন) ভোরে উদ্ধার করা মৃতদেহ গুলোর পরিচয় থেকে জানাযায় মা আলিমা বেগম (৩৫), তার আট বছরের শিশু ছেলে মিজানুর রহমান ও ৩ বছরের শিশু কন্যা আনিতা বেগম। আর মুমূর্ষু অবস্থায় হিজবুর রহমানকে উদ্ধার করা হয়েছে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, দুর্বৃত্তরা একই পরিবারের চার জনকে হত্যা করতে চেয়েছিল। এর মধ্যে মা, মেয়ে ও ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে তাদের হত্যা করলো তা এখনো জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, ‘মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পুলিশ ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছে।’