সাতক্ষীরার কলারোয়ায় সেনা সদস্য'র স্ত্রীর আত্মহত্যা
প্রকাশ | ০৫ মে ২০২০, ০৬:০২ | আপডেট: ০৫ মে ২০২০, ০৬:০৬
সাতক্ষীরার কলারোয়ায় তামান্না খাতুন (২০) নামে এক গৃহবধূ ৮ মাসের শিশু সন্তান রেখে গলায় রশি দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। নিহত গৃহবধূ উপজেলার ছলিমপুর গ্রামের উজ্জল দফাদারের স্ত্রী। উজ্জল দফাদার বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন বলে জানা যায়।
৪ মে (সোমবার) দুপুরে ওই গৃবধূর লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছে পুলিশ। নিহত গৃহবধূর পিতা বাবুর আলি মধু একজন ইউপি সদস্য।
১১নং দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান মফে বলেন-তিনি শুনেছেন তার পরিষদের সদস্য বাবুর আলি মধুর কন্যা তামান্না গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে।
এদিকে খোরদো পুলিশ ফাঁড়ির এসআই মামুন হোসেন জানান-তিনি খবর পেয়ে ঘটনা স্থানে যান এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠান। এবিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।