আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড, কমেছে মৃত্যু

প্রকাশ | ২৮ এপ্রিল ২০২০, ১৫:৫৩ | আপডেট: ২৮ এপ্রিল ২০২০, ১৫:৫৭

অনলাইন ডেস্ক

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫৪৯ জন। যা দেশে করোনা ভাইরাস বিপর্যয় শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনের ব্যবধানে বা ২৪ ঘণ্টার হিসাবে সর্বোচ্চ রেকর্ড।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জনে। একইসঙ্গে দেশে মোট শনাক্ত রোগী সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৪৬২ জনে।

আগের চেয়ে এখন করোনা ভাইরাস টেস্টের মাত্রাও বাড়িয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। মঙ্গলবার সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ চার হাজার ৩৩২ জনের নমুনা পরীক্ষাও করেছে প্রতিষ্ঠানটি।

দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তন থেকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেওয়া হয়। এতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ব্রিফ করেন।

তিনি জানান, মৃত তিনজনের বয়স ৬০ বছরের বেশি। তারা সবাই ঢাকার বাসিন্দা।