বাংলাদেশে করোনা ভাইরাস
মৃতের সংখা ৫০, নতুন আক্রান্ত ২১৯
প্রকাশ | ১৫ এপ্রিল ২০২০, ১৫:১৮
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে। আক্রান্ত হয়েছেন আরও ২১৯ জন। অর্থাৎ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৩১ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮ জন। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৫০ জন।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২১৯ জন। ফলে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩১ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও চারজন। এতে মৃতের সংখ্যা হয়েছে ৫০। এছাড়া আরও সাতজন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ জন।