বাংলাদেশে করোনা ভাইরাস
২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা দুশো ছাড়ালো, মৃত ৭
প্রকাশ | ১৪ এপ্রিল ২০২০, ১৭:৩৬
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ২০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১২ জনে। নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৬ জনে। এটি দেশে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মৃত্যুর এ সংখ্যাও দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ২০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জন মারা গেছেন। ফলে মোট মৃতের সংখ্যা হয়েছে ৪৬। তবে নতুন করে কেউ সুস্থ হননি। ফলে সুস্থ রোগীর সংখ্যা ৪২-ই আছে।