চুয়াডাঙ্গায় জ্বর–ডায়রিয়া নিয়ে নারীর মৃত্যু

প্রকাশ | ১২ এপ্রিল ২০২০, ১৪:৪৮

অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ১১ এপ্রিল (শনিবার) জ্বর ও ডায়রিয়া নিয়ে ষাটোর্ধ্ব এক নারীর মৃত্যু হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। দুটি বাড়ি লকডাউন করা হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলিয়েট পারউইন জানান, ওই নারী তাঁর মেয়ের বাড়িতে মারা যান। খবর পেয়ে তিন সদস্যের একটি দল গিয়ে নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য খুলনায় পাঠানো হয়েছে।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, ওই নারীর দাফন হয়েছে তাঁর নিজের গ্রামে। মৃত নারীর বাড়ি ও তাঁর মেয়ের বাড়ি গতকাল রাতে লকডাউন করা হয়েছে।

সূত্র: প্রথম আলো