বাংলাদেশে করোনা ভাইরাস

গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১৩৯, মৃত ৪

প্রকাশ | ১২ এপ্রিল ২০২০, ১৪:১৫

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনকে করোনাভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ জনে। এখন মোট আক্রান্তের সংখ্যা ৬২১ জন।

রবিবার (১২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। নিহতদের মধ্যে তিন জন পুরুষ এবং একজন নারী। এদের দুই জন ঢাকার অধিবাসী, বাকিরা বাইরের।

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিস্তারিত তথ্য জানান। এই সময় যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। তাদের দুই জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, ৬০ বছর বয়সের মধ্যে একজন এবং ৭০ থেকে ৮০ বছর বয়সের মধ্যে একজন রয়েছেন। এর মধ্যে দুজন ঢাকায় মারা গিয়েছেন। ঢাকার বাইরে মারা গেছেন দুই জন।