পিরোজপুরের তিন উপজেলায় কেউ অভুক্ত থাকবে না: শেখ এ্যানি রহমান
প্রকাশ : ৩১ মার্চ ২০২০, ২০:১৪
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবেলায় পিরোজপুরের তিন উপজেলার সাধারণ মানুষের পাশে দাড়ালেন শেখ এ্যানি রহমান । পিরোজপুরের জেলায় তিন উপজেলার ১০ হাজার মানুষের দ্বারে দ্বারে খাবার পৌঁছে দিলেন সংরক্ষিত নারী আসনের এই এমপি।
সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি লিটন শিকদার জানান, এমপি মহোদয়ের ব্যক্তিগত উদ্দোগে আমরা শতাধিক কর্মী খাবার পৌঁছে দেয়ার কাজ করছি। আমরা ১০ হাজার প্যাকেটে চাল, ডাল, আলুসহ করোনা রোধের সাবান, মাস্ক বিতরণ করছি।
সম্পর্কে প্রধানমন্ত্রীর চাচী এমপি শেখ এ্যানি রহমান বলেন, আমি সার্বক্ষণিক মনিটরিং করছি। পিরোজপুর জেলার একজন জনগণও অভুক্ত থাকবে না। তাতে সরকারের সাহায্যের অপেক্ষা করতে হবে না। আমি নিজের উদ্দোগে প্রতি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার কথা দিয়েছি। সেই মোতাবেক কাজ চলছে। তবে তা অবশ্যই সরকারের নির্দেশনা মেনে।