x

এইমাত্র

  •  ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ৯১৮, মারা গেছেন ১৯ জন: এনডিটিভি
  •  ব্রিটেনে করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬০ জন; মোট ১০১৯। আক্রান্ত বেড়ে ১৭ হাজার ৮৯: ইভনিং স্ট্যান্ডার্ড
  •  জার্মানিতে বসবাসরত পাঁচজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন
  •  ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৩৯ জন। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩৫৪০৯ এবং মৃত ২৫১৭

পদ্মায় লঞ্চ থেকে পড়ে কন্যা শিশু নিখোঁজ

প্রকাশ : ২২ মার্চ ২০২০, ১৩:০৪

জাগরণীয়া ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে যাত্রীবাহী লঞ্চ থেকে পড়ে ফারিহা আক্তার (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় শিমুলিয়া ঘাটের এক নম্বর ফেরিঘাটের কাছে এই ঘটনা ঘটে। ফারিয়া গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া ইসলামপুর এলাকার ফারুক হোসেনের মেয়ে।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবীর জানান, ফারিহা স্বজনদের সঙ্গে সজল-৩ নামে যাত্রীবাহী লঞ্চে কাঁঠালবাড়ী ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসছিল। এক নম্বর ফেরিঘাটের কাছে গেলে ফারিহা নদীতে ঝাপ দেয় বলে দাবি করে তার সঙ্গে থাকা খালা ও নানী। তাৎক্ষণিক খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে খোঁজাখুঁজি করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত