সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির শপথ

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৬, ১৮:৪২

অনলাইন ডেস্ক

সাতক্ষীরা সদর উপজেলার ১০টি ইউনিয়নের রেডকার্ড টিমের বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করার জন্য শপথ বাক্য পাঠ করানো হয়েছে।

সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা ১১টায় আগড়দাড়ি ও ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমধর্মী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আব্দুল সাদি।

এ সময় প্রতিটি কমিটির সদস্যরা নিজ নিজ এলাকায় ও শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ বন্ধে একযোগে কাজ করার অঙ্গিকার করেন।

সাতক্ষীরা সদর উপজেলার ১০টি ইউনিয়নের আট’শ জন রেড কার্ড টিমকে প্রথম পর্বে এ শপথ বাক্য পাঠ করানো হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল হোসেন, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনুর রহমান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।