আশুলিয়ায় হিজরাদের জীবনমান উন্নয়ন বিষয়ক সভা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৬, ১০:১৩

অনলাইন ডেস্ক

হিজড়া সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে ঢাকা জেলা পুলিশের উদ্যোগে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘একে অন্যের হাত ধরি সুন্দর সমাজ গড়ি’ স্লোগানে বুধবার (১৭ আগস্ট) বিকেলে আশুলিয়ার বাইপাইলে এলাহী কমিউনিটি সেন্টারে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে কয়েকশ হিজড়া ছাড়াও অংশ নেন শিক্ষক, ইমাম, পুলিশ ও রাজনীতিবিদ।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। মুখ্য আলোচক ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন হাইওয়ে পুলিশের এসপি শফিকুল ইসলাম, শিল্প পুলিশের এসপি মোস্তাফিজুর রহমান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু নাসের বেগ, মহাখালী আইপিএ মসজিদের খতিব মাওলানা দেলাওয়ার হোসাইন সাইফী, বন্ধু ওয়েলফোর সোসাইটির নির্বাহী পরিচালক সালেহ আহম্মেদ প্রমুখ।