কাউন্সিলর প্রার্থী ডেইজী সারোয়ারের উপর হামলা

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৮

জাগরণীয়া ডেস্ক

ঢাকা উত্তরের ৩১ নম্বর ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী আওয়ামী লীগ সমর্থিত ডেইজী সারোয়ার। নির্বাচনী প্রচারণায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয় তার প্রচারণার ধরণ এবং তিনি নিজে। লাটিম মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রার্থী  মোহাম্মদপুরে প্রতিপক্ষের হামলার শিকার হন বলে অভিযোগ করেন। এসময় তার পাশে কোন দলীয় কর্মীও ছিলোনা।

সূত্রমতে, শনিবার সিটি নির্বাচনে বাইতুল ফালাহ কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে ডেইজি সারোয়ারের ওপর অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষ। এসময় টানা হেঁচড়ায় তার জামার অনেকাংশ ছিঁড়ে যায়। কে বা কারা হামলা চালিয়েছে এ বিষয়ে স্পষ্টভাবে জানা যায়নি। তবে একটি সূত্র বলছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা অজ্ঞাত কারণে তার পাশে পাওয়া যায়নি।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঢাকার দুই সিটিতে মোট ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত