বাল্যবিয়ে দেয়ার অপরাধে কাজী’র কারাদন্ড

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৯, ১৩:২৭

জাগরণীয়া ডেস্ক

রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে শিরুল হুদা (৪৫) নামে এক কাজীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২০ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার এই আদশ দেন।

তিনি জানান, বাল্যবিয়ে দেয়া হচ্ছে এমন খবর পেয়ে দুপুরে মাটিকাটা ইউনিয়নের রাইপুরে বিয়ে বাড়িতে উপস্থিত হন তিনি। এসময় বিয়ে পড়াতে আসা কাজী শিরুল হুদাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে বিয়েবাড়ির খাবার স্থানীয় মসজিদ ও এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।  এসময় ১৮ বছর পূর্ণ না হলে মেয়ের বিয়ে দেবেন না বলে নির্বাহী মাজিস্ট্রেটের উপস্থিতিতে অঙ্গিকার করেন অভিভাবকরা। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাত্র ও বরযাত্রীরা পালিয়ে যান। একই সময় কৃষ্ণবাটি গ্রামে আরেকটি বাল্যবিয়ে বন্ধ করেন তিনি।  এছাড়া একই সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ ইমরানুল হক দু’টি বাল্যবিয়ে বন্ধ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত