ট্রেন স্টেশনে অচেতন প্রসূতি মা, ৯৯৯ এ ফোনে উদ্ধার

প্রকাশ | ২৭ নভেম্বর ২০১৯, ১৮:১৫

অনলাইন ডেস্ক

রোববার রাতে রাজধানীর কমলাপুর থেকে উত্তরবঙ্গের লালমনিরহাটগামী আন্তনগর লালমনি এক্সপ্রেসে করে নবীয়া বেগম ও তাঁর স্বামী ছকমাল মিয়া বাড়ি যাচ্ছিলেন। নবীয়া বেগম (৩৪) গর্ভবতী ছিলেন। ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরই তাঁর প্রসব বেদনা ওঠে। গভীর রাতে আশপাশে ট্রেন থামার মতো কোনো রেলস্টেশন ছিল না। ফলে নবীয়া ট্রেনেই সন্তানের জন্ম দেন।

সোমবার সকাল। বগুড়া ট্রেন স্টেশন থেকে সাগর মাহমুদ নামে এক কলারের ৯৯৯ এ ফোন। উদ্বিগ্ন কণ্ঠে তিনি জানান, সকাল সোয়া সাতটার দিকে ঢাকা থেকে লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি বগুড়া স্টেশনে থামে। তখন কয়েকজন যাত্রী মিলে এক নবজাতক ও তার প্রসূতি মাকে স্টেশনে নামিয়ে রেখে গেছেন। প্রসূতি মায়ের শারীরিক অবস্থা গুরুতর। তিনি অচেতন। রক্তক্ষরণ হচ্ছে। এরপর কলার সাগর ওই প্রসূতি মাকে উদ্ধার করতে ৯৯৯ এর কাছে সহায়তা চান।

এরপর ৯৯৯ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে। তখন বগুড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই প্রসূতি মা ও নবজাতককে উদ্ধার করে। পরে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে প্রসূতি মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন।

সূত্রঃডিএমপি