মমতা ব্যানার্জীর সাথে হোটেল তাজে শেখ হাসিনার বৈঠক
প্রকাশ | ২২ নভেম্বর ২০১৯, ২১:১৫
বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার প্রথম দিবারাত্রির টেস্টের উদ্বোধন করতে বিসিসিআই এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর আমন্ত্রণে কলকাতায় অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সাথে ইডেন গার্ডেন এর ঐতিহ্যবাহী ঘন্টা টি বাজিয়ে উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং কিংবদন্তী শচীন টেন্ডুলকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম সেশন খেলা উপভোগ করে তার জন্য নির্ধারিত হোটেলে ফিরে যান। এদিকে ২২ তারিখ ( শুক্রবার) সন্ধ্যায় বিখ্যাত হোটেল তাজে পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাত করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকে ঠিক কি বিষয়ে আলোচনা হয়ছে তা বিস্তারিত এখনো জানা না গেলেও দুদেশের মধ্যকার পারস্পারিক সম্প্রীতি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়েই আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।