x

এইমাত্র

  •  ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত
  •  ২০ মিনিটে করোনা টেস্টের ট্রায়াল শুরু যুক্তরাজ্যে
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ১৬৯৩ জন, মৃত্যু ২৪
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯৭ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২০ লাখ ৯৪ হাজার ১৪৩ জন

সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২০:১৫

জাগরণীয়া ডেস্ক

এক বছরের ব্যবধানে সামরিক শক্তিতে ১১ ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৩৭টি দেশের মধ্যে বাংলাদেশের বর্তমান অবস্থান ৪৫তম। গত বছর সামরিক শক্তিতে বাংলাদেশ বিশ্বে ৫৬তম ছিল। 

বিশ্বের প্রভাবশালী সামরিক খাত গবেষণা প্রতিষ্ঠান 'গ্লোবাল ফায়ার পাওয়ার' তাদের ২০১৯ সালের বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। 

প্রতিবেদনটিতে দেখা যায়, বিশ্বের সামরিক শক্তিশালী দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় অবস্থানে রাশিয়া, তৃতীয় অবস্থানে চীন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারত ও ফ্রান্স। তালিকায় প্রথম ১০টি দেশের মধ্যে রয়েছে যথাক্রমে জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, তুরস্ক ও জার্মানি।

প্রতিবেশী দেশসমূহের মধ্যে তালিকায় পাকিস্তানের অবস্থান ১৫তম, মিয়ানমারের অবস্থান ৩৭তম এবং ভুটানের অবস্থান ১৩৭তম। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত