শ্যামনগরে তরুণীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৪৮


সাতক্ষীরার শ্যামনগরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
০৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকালে উপজেলার ইছাকুড় ঈদগাহের পেছন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, মেয়েটির গলায় গভীর দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়না-তদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তার পরিচয় শনাক্তেরও চেষ্টা চলছে।
স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।