মিন্নির কারামুক্তিতে বাধা নেই

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০১৯, ১৭:০৩

জাগরণীয়া ডেস্ক

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার তার স্ত্রী আয়শা সিদ্দিকার কারামুক্তিতে আইনগত আর কোন বাধা নেই। তার জামিন স্থগিতের জন্য রাষ্ট্রপক্ষের আবেদনে 'নো অর্ডার'  দিয়ে জামিন বহাল রেখেছেন আদালত।

২ সেপ্টেম্বর (সোমবার) চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে এম জাহিদ সারওয়ার ও মো. সারওয়ার হোসেন। অন্যদিকে আয়শার পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও আইনজীবী মাক্কিয়া ফাতেমা ইসলাম।

এর আগে গণমাধ্যমের সঙ্গে কথা না বলা ও নিজের বাবার জিম্মায় থাকার শর্তে গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে তাকে জামিন দেন। ১ সেপ্টেম্বর (রবিবার) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মিন্নির জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 

রবিবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক হুমায়ুন কবির এই মামলার অভিযোগপত্র জমা দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত