'পাকিস্তানও বাংলাদেশকে সম্মানের চোখে দেখতে বাধ্য হচ্ছে'
প্রকাশ | ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৪ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৭
বাংলাদেশ এর ক্রমাগত উন্নয়নের ফলে যে পাকিস্তান বাংলাদেশকে অবহেলার চোখে দেখতো তারাও আজ সম্মানের চোখে দেখতে বাধ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ সেপ্টেম্বর (রবিবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে যে পাকিস্তানের শাসকগোষ্ঠী থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করেছিলাম তারা এক সময় বলেছিল বাংলাদেশের মানুষ গরিব, ওটা একটা বোঝা ছিল, স্বাধীন হয়ে চলে গেছে ভালো হয়েছে। অথচ আজকে তারা বলতে বাধ্য হয়, হামকো বাংলাদেশ বানা দো। আমাকে বাংলাদেশের মতো উন্নত করে দাও, সেটা তারা বলতে বাধ্য হচ্ছে।
তিনি বলেন, যারা স্বাধীন বাংলাদেশ নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করেছে তারাও আজকে বাংলাদেশকে সম্মানের চোখেই দেখে। দেশের উন্নয়নের এই গতি, সেটা যেন কখনো থেমে না যায়। স্বাধীন বাংলাদেশ যেন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। বাংলাদেশ আজ বিশ্বে যে সম্মান অর্জন করেছে, সে সম্মান ধরে রেখে বাংলাদেশকে আমরা আরও উন্নত ও সমৃদ্ধ করতে চাই।