বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী
প্রকাশ | ১৫ আগস্ট ২০১৬, ১৪:০৭
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদতবার্ষিকীতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধি প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
আজ সোমবার সকাল সোয়া ১০টার পর এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সমাধি এলাকায় বঙ্গবন্ধুর বাড়িতে অবস্থান নিয়ে এ মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী। আর আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা অংশ নেন সমাধি প্রাঙ্গণ থেকে। মাহফিলে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা, প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলসহ বঙ্গবন্ধুর আত্মীয়, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। এ ছাড়াও ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামসহ আওয়ামী লীগের শীর্ষ নেতা ও মন্ত্রিপরিষদের সদস্যরা। মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পঁচাত্তরের ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এরপর গরিব-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিল শেষে দুপুর ১২টার পর প্রধানমন্ত্রী ও তার সঙ্গীরা ঢাকার উদ্দেশে রওনা হন।
এর আগে, সকাল ১০টা ১০ মিনিটের দিকে বঙ্গবন্ধুর সমাধিকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সমাধি প্রাঙ্গণে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী।
এদিকে, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ। শেখ হাসিনা ঢাকার উদ্দেশে রওনা হতেই বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকায় ফিরে বাদ আসর ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেবেন শেখ হাসিনা।