শিশু ধর্ষণ ও হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
প্রকাশ | ২৭ আগস্ট ২০১৯, ১৫:৪১ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯, ১৫:৫৬
ঋতু খাতুন (৮) নামে একটি শিশুকে ধর্ষণের পর হত্যার অপরাধে সিরাজগঞ্জে নূর ইসলাম (৩০) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অপহরণের দায়ে ঐ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
২৭ আগস্ট (মঙ্গলবার) আদালতে আসামির উপস্থিতিতে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১১ অক্টোবর সন্ধ্যায় সদর উপজেলার শিবনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে নূর ইসলাম টেলিভিশন দেখানোর কথা বলে তার প্রতিবেশী নজরুল ইসলামের শিশু কন্যা ঋতুকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। পরে বাড়ির পূর্ব পাশে পটল ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেন। পরদিন সকালে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ ঐ ক্ষেত থেকে শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ঋতুর মা মোছা. কহিনুর বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলাটির শুনানি শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।