কুষ্টিয়ায় নার্সের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

প্রকাশ : ২১ আগস্ট ২০১৯, ১৮:৩৭

জাগরণীয়া ডেস্ক

বস্তাবন্দী অবস্থায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের কাঞ্চনপুর বাঁশের সাঁকো–সংলগ্ন এলাকা থেকে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ আগস্ট (মঙ্গলবার) সকালে বিলকিস আক্তার (৪০) নামে ঐ নার্সের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বিলকিস আক্তার কুষ্টিয়া শহরের আমলাপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে জ্যেষ্ঠ নার্স হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে স্থানীয়রা কাঞ্চনপুর বাঁশের সাঁকো–সংলগ্ন এলাকায় বস্তাবন্দী এক নারীর মরদেহ দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। পরে বিলকিসের স্বামী মর্গে এসে লাশ শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বিলকিসের স্বামী রবিউল ইসলাম বলেন, গত ১৭ আগস্ট (শনিবার) দুপুরে হাসপাতাল থেকে বাড়িতে ফেরেন বিলকিস। বিকেল পাঁচটার দিকে মোবাইলে একটি কল আসার পর কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান বিলকিস। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তাকে খুঁজে না পেয়ে ১৮ আগস্ট (রবিবার) পরিবারের পক্ষ থেকে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে তার স্ত্রীর লাশ মর্গে রয়েছে খবর পেয়ে তিনি আসেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশ বস্তাবন্দী করে ফেলা দেওয়া হয়। এ ব্যাপারে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের ধরার চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত