মিন্নির গ্রেপ্তার-জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট

প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৮:১৮

জাগরণীয়া ডেস্ক

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন হাইকোর্ট।

১৯ আগস্ট (সোমবার) মিন্নির জামিন শুনানি মুলতবি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

আগামী ২০ আগস্ট (মঙ্গলবার) মিন্নির আইনজীবীকে এ সংক্রান্ত তথ্য সম্পূরক আবেদন আকারে দাখিল করতে বলা হয়েছে। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারোয়ার হোসাইন বাপ্পী।

উল্লেখ্য,  গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজ রোডে প্রকাশ্য দিবালোকে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরে রিফাত শরীফের মৃত্যু হয়। এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সাথে "বন্দুকযুদ্ধে" নিহত হন। গত ১৬ জুলাই সকালে মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনার পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে রিফাত হত্যাকাণ্ডে মিন্নির সম্পৃক্ততার কথা উল্লেখ করে রাত ৯টার দিকে মিন্নিকে গ্রেপ্তার দেখায় পুলিশ। এরপর দুই দফায় মিন্নির জামিন আবেদন করা হলেও তা আদালত নাকচ করে দেয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত