'ঘুষদাতা ও গ্রহীতা উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা'

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৯, ১৪:০৭

অনলাইন ডেস্ক

যে ঘুষ নেবে এবং যে দিবে উভয়ের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ আগস্ট (রবিবার) সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, "দুর্নীতিতে শুধু যে ঘুষ নেবে সে অপরাধী নয়, যে দেবে সেও অপরাধী। এই জিনিসটা মাথায় রাখা এবং সেভাবে ব্যবস্থা নেওয়া দরকার। যে ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সে দোষী। তাহলে এভাবে যদি আমরা ব্যবস্থা নিতে পারি, এটা নিয়ন্ত্রণ, করলে আমাদের অনেক কাজ আমরা দ্রুত করতে পারবো।"

তিনি বলেন, "কার কত আয়, আয় বুঝে ব্যয় করুক; সবার জীবন ভালোভাবে চলুক সেটা আমরা চাই"।

কে কত খরচ করলো তারও একটা হিসাব নেওয়ার ওপর গুরুত্বারোপ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।