x

এইমাত্র

  •  ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত
  •  ২০ মিনিটে করোনা টেস্টের ট্রায়াল শুরু যুক্তরাজ্যে
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ১৬৯৩ জন, মৃত্যু ২৪
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯৭ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২০ লাখ ৯৪ হাজার ১৪৩ জন

বিয়ে বাড়ির খাবার খেয়ে বর-কনেসহ ৫০ জন হাসপাতালে

প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ১৬:২০

জাগরণীয়া ডেস্ক

রংপুরের পীরগাছায় বিয়েবাড়ির খাবার খেয়ে বর-কনেসহ প্রায় ৭০ জন অসুস্থ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের মধ্যে ৫০ জনকে পেটের পীড়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় লোকজন জানান, গত ১৪ আগস্ট (বুধবার) রাতে উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম জামেরপাড় গ্রামে খলিলুর রহমানের ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামের আকবর আলীর মেয়ে নুর আক্তারের বিয়ে হয়। বিয়ের পরদিন ১৫ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে খাবারের পর পরই বর-কনেসহ অনেকেই পেটের পীড়ায় আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় বিকেলেই ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৬ আগস্ট (শুক্রবার) বিকেলে আরও ২০ জনকে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন বর ফরিদুল ইসলাম বলেন, ‘বিয়েবাড়ির খাবার খেয়ে বেশির ভাগ বরযাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। আমি ও আমার স্ত্রীও আক্রান্ত হয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে আমার স্ত্রী এখন কিছুটা সুস্থ।’

কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শাহনেওয়াজ সাঈদ শুক্রবার বলেন, বিয়েবাড়ির খাবার খেয়ে গত দুদিনে ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ, ১৫ জন নারী আর ১০ জন শিশু। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত