x

এইমাত্র

  •  ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ৯১৮, মারা গেছেন ১৯ জন: এনডিটিভি
  •  ব্রিটেনে করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬০ জন; মোট ১০১৯। আক্রান্ত বেড়ে ১৭ হাজার ৮৯: ইভনিং স্ট্যান্ডার্ড
  •  জার্মানিতে বসবাসরত পাঁচজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন
  •  ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৩৯ জন। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩৫৪০৯ এবং মৃত ২৫১৭

শীতলক্ষ্যা থেকে সেবিকার মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৯, ১৪:২৬

জাগরণীয়া ডেস্ক
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ শহরের লঞ্চ টার্মিনাল ঘাট এলাকার শীতলক্ষ্যা নদী থেকে নাজনীন আক্তার নামে এক সেবিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১৩ আগস্ট (মঙ্গলবার) বিকেলে শীতলক্ষ্যা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়। নাজনীন আক্তার নারায়ণগঞ্জের রুপগঞ্জের জিন্দাপার্ক এলাকার গুরুদার মেয়ে। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নাজনীন ‘নিজ বাড়ি চলে যাচ্ছি’ লিখে স্ট্যাটাস দিয়েছিলেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল হাওলাদার জানান, নাজনীন আক্তারের মরদেহ শীতলক্ষ্যা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা মৃত্যুর কারণ জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত