কুমিল্লায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ | ১৩ আগস্ট ২০১৯, ১৫:১৮

অনলাইন ডেস্ক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সুয়াগাজীর ভাগলপুরের ঝোলাই গ্রামের একটি জমি থেকে অজ্ঞাত এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ আগস্ট (মঙ্গলবার) ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, মঙ্গলবার সকালে ওই নারীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশের পাশাপাশি তদন্তকারি সংস্থা পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।