x

এইমাত্র

  •  ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত
  •  ২০ মিনিটে করোনা টেস্টের ট্রায়াল শুরু যুক্তরাজ্যে
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ১৬৯৩ জন, মৃত্যু ২৪
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯৭ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২০ লাখ ৯৪ হাজার ১৪৩ জন

দুই নাতনি ও পুত্রবধূর সংসর্গে খালেদার ঈদ

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৯, ১৪:৩১

জাগরণীয়া ডেস্ক

প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে জাহিয়া ও জাফিয়ার সংসর্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ঈদ কেটেছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার। 

১২ আগস্ট (সোমবার) দুপুর দেড়টার দিকে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে হাসপাতালের কেবিন ব্লকে আসেন তারা। কোকোর স্ত্রী, দুই মেয়ে ছাড়াও এসময় ছিলেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দর, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার। এসময় খালেদা জিয়ার জন্য পুত্রবধূ শর্মিলা বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসেন। স্বজনদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটান বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বের হওয়ার পর স্বজনরা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। কারও সাহায্য ছাড়া একা হাঁটতে পারেন না তিনি, হুইলচেয়ারে করে তাকে চলাচল করতে হয়। এছাড়া ডায়াবেটিস থাকায় প্রতিদিনই তাকে ইনসুলিন নিতে হচ্ছে। দাঁত ও চোখের সমস্যা এবং হাত-পায়ে আর্থ্রাইটিসের ব্যথায় ভুগছেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত