ডেঙ্গু জ্বরে সৈয়দা আক্তারের মৃত্যু

প্রকাশ | ০৪ আগস্ট ২০১৯, ১৫:৫৭ | আপডেট: ০৪ আগস্ট ২০১৯, ১৭:০৭

অনলাইন ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দীন কোরেশীর সহধর্মিনী সৈয়দা আক্তার (৫৪) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা।

০৪ আগস্ট (রবিবার) বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সৈয়দা আক্তার ৩০ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে শনিবার তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন আজ তার মৃত্যু হয়।

স্কয়ার হাসপাতালের কাস্টমার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, ০৩ আগস্ট (শনিবার) তাকে স্কয়ারে ভর্তি করা হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মেডিক্যাল সার্ভিসেস ডিরেক্টর অধ্যাপক ডা. মির্জা নাজিম উদ্দিন জানান, তিনি ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসছিলেন।