ডেঙ্গুতে জাবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ | ২৮ জুলাই ২০১৯, ১১:০৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত উ খেং নু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কক্সবাজার শহরের এন্ডারসন রোডে।
২৭ জুলাই (শনিবার) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উ খেং নু রাখাইন ওরফে নুশাং (১৯) মারা যান।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক পীযূষ সাহা জানান, উ খেং নু জ্বরে আক্রান্ত হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুইদিন পর তার জ্বর কমলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এরপর তার পরিবার তাকে কক্সবাজারে বিশ্রামের জন্য নিয়ে যায়।
গত ২৬ জুলাই (শুক্রবার) রাতে আবার সে জ্বরে আক্রান্ত হলে তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানকার চিকিৎসকরা তার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত করেন। এরপর শনিবার কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ডেঙ্গুতে এ বছর এখন পর্যন্ত এই দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, যদিও সরকারি হিসাবে আটজনের মৃত্যুর কথা বলা হয়েছে।