মেয়েদের উত্ত্যক্ত করার প্রতিবাদে দোকান বন্ধ

প্রকাশ : ২৭ জুলাই ২০১৯, ১৯:৫৯

জাগরণীয়া ডেস্ক

প্রতিদিন স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোনার মোড়ে একটি চায়ের দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ সুপারের নির্দেশে ২৬ জুলাই (শুক্রবার) ঐ দোকানটি বন্ধ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। 

স্থানীয়রা জানান, পৌর এলাকার রামকৃষ্টপুর মহল্লারর মাহবুবুল আলমের ছেলে শামীম এর চায়ের দোকানটিতে বখাটেরা আড্ডা জমিয়ে স্কুলে যাওয়া আসার পথে মেয়েদের উত্ত্যক্ত করতো। এ বিষয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানান। অবশেষে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার বিকেলে দোকানটির সামনে সাইনবোর্ড ঝুলিয়ে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বন্ধ হওয়া দোকানটি বখাটেদের আড্ডাস্থলে পরিণত হয়। সেখান থেকে স্কুলগামীদের মেয়েদের ইভটিজিং করা হতো এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বখাটেদের আড্ডা বন্ধ করতেই দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত