x

এইমাত্র

  •  ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত
  •  ২০ মিনিটে করোনা টেস্টের ট্রায়াল শুরু যুক্তরাজ্যে
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ১৬৯৩ জন, মৃত্যু ২৪
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯৭ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২০ লাখ ৯৪ হাজার ১৪৩ জন

সিরাজগঞ্জে খালে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ২৩ জুলাই ২০১৯, ২১:৫৩

জাগরণীয়া ডেস্ক

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনার খালে ডুবে মরিয়ম খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম উপজেলার চরকুকরী পশ্চিম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও কুকরী কলেজ পাড়া মহল্লার বাবু সিকদারের মেয়ে।

২৩ জুলাই (মঙ্গলবার) দুপুরে এ ঘটনা ঘটে।

চৌহালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার ও নিহতের ভাই আরিফুল ইসলাম জানান, দুপুরে মরিয়ম তার সহপাঠিদের সঙ্গে বাড়ির পাশে যমুনার খালে গোসল করতে যায়। তখন সবার অজান্তেই সে হঠাৎ তলিয়ে যায়। বিকেলের দিকে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। 

এ ঘটনায় এলাকাজুড়ে শোক বিরাজ করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত