বরগুনায় রিফাত হত্যাকাণ্ড: স্ত্রী মিন্নি গ্রেপ্তার
প্রকাশ | ১৭ জুলাই ২০১৯, ১৪:৫১
অনলাইন ডেস্ক
বরগুনায় রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
১৫ জুলাই (মঙ্গলবার) রাতে বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন মিন্নিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মিন্নিকে সকালে জেলা পুলিশের কার্যালয়ে নেয়া হয়। মিন্নি রিফাত হত্যা মামলার এক নম্বর সাক্ষী। দীর্ঘ ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে তার(মিন্নির) সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। যার কারণে রাত ৯টায় আমরা তাকে গ্রেপ্তার করেছি।