সুরমার পানি বৃদ্ধি অব্যাহত, ২১৮ বিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রকাশ : ১২ জুলাই ২০১৯, ১৪:২০

জাগরণীয়া ডেস্ক

পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধির কারণে বিদ্যালয়ে পানি প্রবেশ করায় ২১৮টি স্কুলের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ২২টি, দোয়ারাবাজার উপজেলার ১৮টি, বিশ্বম্ভরপুর উপজেলার ২৭টি, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তিনটি, ছাতক উপজেলার ১০টি, জামালগঞ্জ উপজেলার ৩০টি, তাহিরপুর উপজেলার ১৯টি ও ধর্মপাশা উপজেলার ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়েছে। 

১১ জুলাই (বৃহস্পতিবার) গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড থেকে এ তথ্য জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সুরমা নদীর পানি বৃদ্ধির কারণে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। পানিবন্দী প্রায় দেড় শতাধিক গ্রামের মানুষ।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, প্রতি উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। বন্যা মোকাবেলায় প্রশাসনের সব প্রস্তুতি রয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত