আখাউড়ায় অপহরণকারী সন্দেহে যুবককে গণপিটুনি

প্রকাশ | ১১ জুলাই ২০১৯, ১৫:২০ | আপডেট: ১২ জুলাই ২০১৯, ০৯:৩০

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পঞ্চম শ্রেনীর ছাত্রীকে অপহরণকারী সন্দেহে জামাল হোসেন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা।

১১ জুলাই (বৃহস্পতিবার) উপজেলার দেবগ্রামে সকালের দিকে এ ঘটনা ঘটে। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, জান্নাত নামের ১১ বছর বয়সী মেয়েটি কসবা উপজেলার গোপীনাথপুর যাওয়ার জন্য ঢাকা থেকে ট্রেনে করে ব্রাহ্মণবাড়িয়ায় আসে। এসময় প্ল্যাটফর্মে মেয়েটিকে একা দেখে তাকে নানাবাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জামাল। পরে মেয়েটিকে নিয়ে জামাল রেললাইন ধরে হেঁটে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে জামালকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

জান্নাতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাকে অপহরণ করা হয়েছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে।