ওসি মোয়াজ্জেম অনুপস্থিত, দ্বিতীয়বারের মতো পেছালো শুনানি

প্রকাশ : ১১ জুলাই ২০১৯, ১১:১৬

জাগরণীয়া ডেস্ক

যৌন নিপীড়নের শিকার মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে জিজ্ঞাসাবাদের ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আদালতে হাজির করা হয়নি বলে এ মামলার শুনানি দ্বিতীয়বারের মতো পিছিয়েছে। সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ জুলাই নতুন দিন ঠিক করেছেন।

১০ জুলাই (বুধবার) পর্যাপ্ত নিরাপত্তার অভাবে ওসি মোয়াজ্জেমকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা যায়নি বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। 

যৌন নিপীড়নের শিকার নুসরাত থানায় যে অভিযোগ করে তা সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন ভিডিও রেকর্ডিং করে এবং পরে তা ছড়িয়ে দেয়। গত ১৫ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে মামলাটি করেন।

এ মামলায় গত ২৭ মে তদন্ত কর্মকর্তা পিবিআইর সিনিয়র সহকারী পুলিশ সুপার রীমা সুলতানা ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। এরপর গত ১৬ জুন মোয়াজ্জেমকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত