অভাবের তাড়নায় সন্তানকে দত্তক দিতে চান মা

প্রকাশ : ০৭ জুলাই ২০১৯, ২২:২০

জাগরণীয়া ডেস্ক

অভাবের তাড়নায় ২২ দিনের শিশুকে দত্তক দিতে চান এক মা।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, কয়েকদিন আগে পলির স্বামী মোবাইল বন্ধ করে চলে যান। এরপর থেকে তার কোনো খোঁজ মেলেনি। অভাবের তাড়নায় ২২ দিন বয়সী শিশুকে ঢাকা-পটুয়াখালীগামী লঞ্চে এক নারীর হাতে দিয়ে পালিয়ে যান পলি। ঐ নারী পরে ঐ শিশুকে পটুয়াখালী থানায় পুলিশকে হস্তান্তর করে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করে শিশুটির মা পলিকে খুঁজে বের করে পুলিশ।

০৭ জুলাই (রবিবার) বিকেলে ওই নবজাতকটিকে মা পলির হাতে তুলে দেন পটুয়াখালী সদর থানার ওসি। এসময় পলিকে অর্থ সাহায্যও দেয়া হয়। এসময় পলি জানিয়েছেন, তিনি তার সন্তানকে দত্তক দিতে চান। পলি খাতুনের বাড়ি পটুয়াখালী সদরের লোহালিয়ায়। তার আরও একটি কন্যাসন্তান রয়েছে। 

এসময় পলিকে অর্থিক সহায়তা দেওয়া হয়।ঢাকা-পটুয়াখালীগামী লঞ্চে ২২ দিনের শিশুকে অন্যের হাতে তুলে দিয়ে পালিয়ে যান এক মা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত