গুলশান হামলায় হাসনাত রিমান্ডে
প্রকাশ | ১৩ আগস্ট ২০১৬, ১৯:২২
গুলশানের হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলার মামলায় প্রথম আসামি হিসেবে গ্রেপ্তার নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিমকে আট দিন এর রিমান্ডে নেয়ার অনুমতি পেয়েছে পুলিশ। ঐ হামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে সন্দেহের কথা জানালেও এক মাস পর তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছিল পুলিশ।
হাসনাতকে হেফাজতে নিয়ে আট দিন জিজ্ঞাসাবাদের পর ওই ক্যাফেতে জঙ্গি হামলা চালিয়ে হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানোর কথা শনিবারই জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক হুমায়ুন কবির হাসনাতকে ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন।
আদালতে হাসনাতের পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী মাহবুবুল আলম দুলাল জানান, শনিবার ঢাকার মহানগর হাকিম ইমদাদুল হক এ আদেশ দিয়েছেন।
তিনি বলেন, হাসনাতের পক্ষে রিমান্ড বাতিলের আবেদন করা হলেও তা বাতিল করে দেন বিচারক।
আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই রণপ কুমার ভক্ত জানান, হাসনাতের সঙ্গে উদ্ধার কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকেও ৫৪ ধারায় গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল। তবে তাকে গুলশান হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে না। শনিবার তাহমিদকে ৫৪ ধারায় মামলায়ই আরও সাত দিনের রিমান্ডে চায় পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ গোলাম নবী ছয় দিন মঞ্জুর করেন।