বিএসএমএমইউতে ঝর্ণাধারা চৌধুরী'র মরণোত্তর দেহদান

প্রকাশ : ২৯ জুন ২০১৯, ১১:৫৩

জাগরণীয়া ডেস্ক

মরণোত্তর দেহদান করে মৃত্যুর পরেও মানবতার সেবায় নিজেকে আত্মনিয়োগ করে গেলেন গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ডের সচিব ঝর্ণাধারা চৌধুরী। তাঁর দেহ গবেষণা কাজে লাগানোর জন্য বিএসএমএমইউতে হস্তান্তর করা হয়েছে।

২৯ জুন (শনিবার) সকাল ৯টায় গান্ধী আশ্রমের নির্বাহী কর্মকর্তা রাহা নবকুমার বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়ার কাছে আনুষ্ঠানিকভাবে এই মরদেহ হস্তান্তর করেন।

এসময় বিএসএমএমইউ উপাচার্য বলেন, সারাজীবন মানবতার কল্যাণের জন্যই নিয়োজিত ছিলেন ঝর্ণাধারা চৌধুরী।  এখন তার এই মরদেহ দিয়ে আমাদের শিক্ষার্থীরা এবং আমরা শিক্ষকরা গবেষণা করতে পারবে। এই মহিয়সী নারীর স্মৃতির প্রতি আমরা কৃতজ্ঞ।

এই সময় ঝর্ণাধারা চৌধুরীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত