লাইফ সাপোর্টে গান্ধী আশ্রমের ঝর্ণাধারা চৌধুরী

প্রকাশ : ২৭ জুন ২০১৯, ১০:১৪

জাগরণীয়া ডেস্ক

গান্ধী আশ্রম ট্রাস্টি বোর্ড সচিব ঝর্ণাধারা চৌধুরী ফের গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

গত ২৬ জুন (বুধবার) রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মস্তিষ্কে দ্বিতীয়বার রক্তক্ষরণ হয়। 

আশ্রমের পরিচালক রাহা নব কুমার জানান, গত ১ জন মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরদিন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এতদিন তিনি সেখানেই ছিলেন। 
বুধবার দ্বিতীয়বারের মতো মস্তিস্কে রক্তক্ষরণ হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।” 

ঝর্ণাধারা চৌধুরী ১৯৩৮ সালের ১৫ অক্টোবর লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। ৮০ বছর বয়সী মহীয়সী এই নারী দীর্ঘদিন যাবত মানবসেবায় আত্মনিয়োগ করে আছেন। এই নারী সংসার জীবনে যাননি। গান্ধী আশ্রমের সমাজকর্মী হিসেবে ছুটে চলেন গ্রাম থেকে গ্রামে।

কাজের স্বীকৃতি হিসেবে ঝর্ণাধারা চৌধুরী ২০১৩ সালে ভারতের রাষ্ট্রীয় বেসামরিক সম্মান পদ্মশ্রী খেতাবে ভূষিত হন। সমাজসেবক হিসেবে তিনি আন্তর্জাতিক বাজাজ পুরস্কার ১৯৯৮, শান্তি পুরস্কার ২০০০, অনন্যা ২০০১, দুর্বার নেটওয়ার্ক পুরস্কার ২০০৩, কীর্তিমতি নারী পুরস্কার ২০১০, একুশে পদক ২০১৫, বেগম রোকেয়া পদক ২০১৩, সাদা মনের মানুষ পদক ২০০৭ এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদক পেয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত