x

এইমাত্র

  •  ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে ১৮ জন করোনায় আক্রান্ত
  •  ২০ মিনিটে করোনা টেস্টের ট্রায়াল শুরু যুক্তরাজ্যে
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ১৬৯৩ জন, মৃত্যু ২৪
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৩৪ হাজার ৯৯৭ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২০ লাখ ৯৪ হাজার ১৪৩ জন

মশার কয়েল থেকে আগুন, মা-মেয়েসহ দগ্ধ ০৪

প্রকাশ : ১০ জুন ২০১৯, ১৫:০০

জাগরণীয়া ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে মা ও দুই মেয়েসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। দগ্ধ চারজন হলেন– শিউলি বেগম (৩৫) এবং তার দুই মেয়ে জ্যোতি (১৪) ও তানজিলা (৬) এবং শিউলির ৭০ উর্ধ্ব পিতা আব্দুল আলিম।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। 

০৯ জুন (রবিবার) রাতে ফতুল্লার পাগলা এলাকায় আব্দুল আলিমের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মশার কয়েল জ্বালিয়ে রাতে ঐ দগ্ধ পরিবারের লোকজন ঘুমিয়ে পড়ে। রাতের কোন একসময় কয়েল থেকে আগুন বিছানাসহ আশেপাশের ফার্নিচারে ছড়িয়ে পড়ে। এতে আব্দুল আলিমসহ তার পরিবারের চারজন দগ্ধ হন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত