ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
প্রকাশ | ১০ জুন ২০১৯, ১৪:৪৭
ফেনী সদরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের গণি সওদাগর বাড়ির লিয়াকত আলীর স্ত্রী বিবি জোহরা মুন্নি (৩৬) এবং তার মেয়ে ফারিয়া আক্তার (১৬)।
০৯ জুন (রবিবার) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লেমুয়া ইউনিয়নে রেস্ট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের লেমুয়া রেস্ট হাউজের সামনে তাদের অটোরিকসাটি থামলে হঠাৎ সেটি পিছন দিকে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি বাস। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে তাদের ফেনী জেনারেল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে মা-মেয়ের মৃত্যু হয়।
ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল বলেন, দুর্ঘটনার মা ও মেয়ে নিহত হয়েছে বলে জেনেছি। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত গাড়ি উদ্ধার করেছে। তবে বাস চালক পলাতক রয়েছেন।