বিশ্বের সেরা অর্থবহ পতাকার তালিকায় বাংলাদেশ

প্রকাশ : ০৭ জুন ২০১৯, ২০:১৩

জাগরণীয়া ডেস্ক

নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। সবুজের মাঝে লাল বৃত্তের এই পতাকাটি বাংলাদেশের মানুষের জন্য শুধু একটি জাতীয় প্রতীক নয় বরং সংগ্রাম, ত্যাগ ও গৌরবের অংশ। 

সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বিশ্বের সেরা অর্থবহ পতাকার একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় বিশ্বের আরও অনেক বড় বড় দেশের সাথেই এই সবুজের মাঝে লাল বৃত্ত নিয়ে আসন গড়ে নিয়েছে বাংলাদেশ।

তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও যেসব দেশের পতাকা স্থান পেয়েছে সেগুলো হচ্ছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নেপাল ও মালয়েশিয়া। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত