'বিএনপি-জামাতের অপপ্রচারের জবাব দিন'

প্রকাশ | ০৬ জুন ২০১৯, ১৭:১৬

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি-জামাত জোট বিদেশে নানা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

৫ জুন (বুধবার) ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে প্রবাসীদের দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিএনপি-জামাত জোট নানা ষড়যন্ত্র করছে, নানা প্রপাগান্ডা ছড়াচ্ছে। তাই প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মীদের এর সমুচিৎ জবাব দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াতের অঢেল টাকা। তবে তারা অবৈধভাবে যে অর্থ কামিয়েছে, সেখান থেকে বিপুল অংকের অর্থ বিদেশে পাচার করেছে। তারা এখন সেই অর্থ দেশের বিরুদ্ধে অপপ্রচারের জন্য লবিস্ট নিয়োগে ব্যয় করছে।

তিনি বিএনপি-জামায়াত সরকারের সমালোচনা করে তাদের সময় দেশজুড়ে সন্ত্রাস-জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার বিষয়গুলো তুলে ধরেন।

দেশে ও প্রবাসে থাকা সব বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সক্রিয় প্রচেষ্টার কারণে এবার ঈদযাত্রায় কোনো সমস্যা হয়নি। লাখো মানুষ নিরাপদে তাদের গ্রামের বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।