বাগেরহাটে বাসচাপায় নানী-নাতনী নিহত
প্রকাশ | ৩১ মে ২০১৯, ১২:৪২
![](/assets/news_photos/2019/05/31/image-18983.jpg)
বাগেরহাটে বাসচাপায় মনা বেগম (৪৮) নামে এক নারী ও তার নাতনি রাণী আক্তার (৭) নিহত হয়েছে। নিহত মনা বেগম হলেন সদর উপজেলার ডেমা গ্রামের তোফেল উদ্দীনের স্ত্রী এবং তাদের নাতনি পার্শ্ববর্তী রামপাল উপজেলার গিলাতলা গ্রামের আজম খানের মেয়ে।
৩০ মে (বৃহস্পতিবার) বিকালে বাগেরহাট-খুলনা মহাসড়কের শহরের বাদামতলা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মাহাতাব উদ্দীন বলেন, বিকালে খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা একটি বাস বাদামতলা এলাকায় মনা বেগম ও রাণীকে পিছন দিক থেকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাদের বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। বাসটি শনাক্ত করা সম্ভব হয়নি।