মেয়াদোত্তীর্ণ প্রসাধনী: পারসোনাসহ তিন বিউটি পার্লারকে জরিমানা

প্রকাশ : ৩১ মে ২০১৯, ১১:১২

জাগরণীয়া ডেস্ক

মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনসামগ্রী ব্যবহার করায় রাজধানীর তিনটি বিউটি পার্লারকে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

৩০ মে (বৃহস্পতিবার) এক অভিযানে তিন পার্লারকে জরিমানা করে র‌্যাব-১।

র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান,  গুলশান-১-এ পারসোনা বিউটি পার্লারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও নকল প্রসাধনসামগ্রী জব্দ করে র‌্যাব-১। এসময় পারসোনাকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে ফারজানা শাকিল বিউটি পার্লারকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। দুই পার্লার থেকে জব্দকৃত বিউটি প্রোডাক্টসের মূল্য প্রায় ২০ লাখ টাকা। এদিকে, পৃথক একটি ভ্রাম্যমাণ আদালত বনানীর সাজাই বিউটি পার্লারকে এক লাখ টাকা জরিমানা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত