নাটোরে মা-ছেলেকে শ্বাসরোধে হত্যা

প্রকাশ | ১৫ মে ২০১৯, ১৫:০৯

অনলাইন ডেস্ক

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মা শারমিন বেগমকে (২৫) ও তার দুই বছরের প্রতিবন্ধী শিশু আব্দুল্লাহকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত শারমিন একই উপজেলার হলুদঘর গ্রামের উমর আলীর মেয়ে ও উত্তর বাঁশিলা গ্রামের মাহমুদুল হক মুন্নার স্ত্রী। মুন্না ঢাকায় গার্মেন্টস কারখানায় চাকরি করেন।

১৪ মে (মঙ্গলবার) রাতে উপজেলার উত্তর বাঁশিরা গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রাতে শিশুসন্তান আব্দুল্লাহকে নিয়ে ঘুমাতে যান শারমিন। সেহেরি খেতে উঠার পর বাড়ির অন্যরা দেখেন বাইরে থেকে ঘরের দরজার শিকল দেওয়া। স্বজনরা এসময় চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের বাইরে থেকে খুলে দেয়। ঘরের অন্যান্যরা এসময় ৬টি ঘরের ৫টিতেই বাইরে থেকে শিকল দেয়া অবস্থায় দেখতে পায়। পরে শারমিনের ঘরে গেলে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় কিন্তু নিখোঁজ ছিল শিশু আব্দুল্লাহ। পরে তাকেও বাড়ির পাশে একটি ডোবা থেকে উদ্ধার করা হয়।

নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।